ফোনের চার্জ দ্রুত শেষ? জেনে নিন ১০টি কার্যকর সমাধান

প্রতীকী ছবি
স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও যেন চলে না। কিন্তু যতই নতুন ফিচার আর শক্তিশালী হার্ডওয়্যার যুক্ত হোক না কেন, একটা সমস্যায় সবাই ভোগেন ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়া। এই সমস্যা থেকে মুক্তি পেতে খুব জটিল কিছু করতে হবে না। কিছু সহজ অভ্যাস বদলালেই আপনার ফোনের চার্জ থাকবে আরও অনেক বেশি সময়।
দেখে নিন কোন কোন টিপসগুলো মেনে চললে ফোনের চার্জ দীর্ঘস্থায়ী হবে-
১. স্ক্রিনের উজ্জ্বলতা কমান
স্ক্রিন হলো ব্যাটারি খরচের প্রধান উৎস। অটো ব্রাইটনেস চালু করুন বা নিজে থেকেই উজ্জ্বলতা কমিয়ে ব্যবহার করুন।
২. অপ্রয়োজনীয় অ্যাপ ও ফিচার বন্ধ রাখুন
ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপ বা ব্লুটুথ, ওয়াই-ফাই, মোবাইল ডাটা ও লোকেশন—সবই ব্যাটারি টানে। দরকার না হলে এগুলো বন্ধ রাখুন।
৩. ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন
আপনার ফোনে থাকা ব্যাটারি সেভার অপশনটি চালু রাখলে চার্জ অনেকটা সময় টিকবে।
৪. অটো-আপডেট বন্ধ রাখুন
অ্যাপ অটো-আপডেট ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ করে, সঙ্গে ব্যাটারিও। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে এই ফিচারটি বন্ধ করে দিন।
৫. লাইভ ওয়ালপেপার ব্যবহার না করাই ভালো
চলন্ত ওয়ালপেপার বা অ্যানিমেশন ফোনের প্রসেসরে বাড়তি চাপ ফেলে এবং ব্যাটারি খরচ বাড়িয়ে দেয়।
৬. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন
প্রতিটি নোটিফিকেশন ফোনের স্ক্রিন অন করে এবং ব্যাটারি টানে। যেসব অ্যাপের নোটিফিকেশন দরকার নেই, সেগুলো বন্ধ করে দিন।
৭. অপটিমাইজড চার্জিং চালু করুন
নতুন অনেক ফোনে এই ফিচারটি আছে, যা ব্যাটারিকে অতিরিক্ত চার্জ হওয়া থেকে রক্ষা করে ও ব্যাটারির আয়ু বাড়ায়।
৮. ভালো মানের চার্জার ব্যবহার করুন
নকল চার্জার ব্যাটারির ক্ষতি করে। তাই সবসময় ব্র্যান্ডেড ও অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
৯. নিয়মিত সফটওয়্যার আপডেট করুন
আপডেটের মাধ্যমে ফোনের পারফরম্যান্স ও ব্যাটারি ব্যবস্থাপনা ভালো হয়। তাই নতুন আপডেট এলে ইনস্টল করে ফেলুন।
১০. অপ্রয়োজনীয় উইজেট বাদ দিন
হোম স্ক্রিনে অনেক বেশি উইজেট ব্যাটারি খরচ বাড়ায়। শুধু দরকারি উইজেটগুলো রাখুন।
