সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। ছবি: সংগৃহীত
সিন্ধু নদ নিয়ে উত্তেজনা চরমে। সম্প্রতি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি কড়া ভাষায় ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, “সিন্ধুতে পানি না বইলে, বইবে ভারতীয়দের রক্ত।”
শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সক্কুরে এক বিশাল জনসমাবেশে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি। বিলাওয়াল বলেন, ভারতের উচিত স্মরণ রাখা যে সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে। কাজেই পাকিস্তান এই নদীর ওপর তার দাবি কখনও ছাড়বে না।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, “মোদি সাহেব সভ্যতার উত্তরাধিকার দাবি করছেন, অথচ প্রকৃত রক্ষকরা বসবাস করছে পাকিস্তানে। সিন্ধু আমাদের, এবং এটাই থাকবে।”
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেয়, যার পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি দেন বিলাওয়াল। তিনি বলেন, “ভারত যদি সিন্ধু নদীর পানি বন্ধ করার চেষ্টা করে, তবে সেটা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে ধরা হবে।”
এদিকে, ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানিয়েছেন, পাকিস্তানে এক ফোঁটাও পানি যেন না যায়, সেই ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায়, এমন পদক্ষেপের কড়া জবাব দেওয়া হবে।
এছাড়া উভয় দেশই সীমান্ত পারাপার ও ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করেছে। পাকিস্তান ভারতের বিমানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে, ভারতও বন্ধ করেছে প্রধান সীমান্ত পথ ও পাকিস্তানিদের ভিসা সুবিধা।
