পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি। ছবি: সংগৃহীত
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মত দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার মতে, এমন ঘটনার পর কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনে কঠোর অবস্থান নেওয়াই সময়ের দাবি।
শুক্রবার (২৫ এপ্রিল) কলকাতায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌরভ বলেন, “১০০ ভাগ উচিত। এটা কোনো তামাশা নয় যে, বছরের পর বছর এমন ঘটনা ঘটতেই থাকবে। এখনই কঠোর পদক্ষেপ জরুরি।”
প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারান। ভারত এই ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলেছে, যার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।
২০১৩ সালের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ হয়নি। তারা কেবল আইসিসি বা এসিসির টুর্নামেন্টেই মুখোমুখি হয়। সৌরভ মনে করেন, ভবিষ্যতে এই টুর্নামেন্টগুলোতেও পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেললে সেটিও যথার্থ সিদ্ধান্ত হবে।
গুঞ্জন রয়েছে, বিসিসিআই ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে বৈশ্বিক টুর্নামেন্টের গ্রুপ ম্যাচ এড়াতে আইসিসির কাছে চিঠি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। সৌরভ এ বিষয়ে বলেন, “বোর্ড যদি চিঠি দেয়, সেটা একদম ঠিক কাজ হবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না।”
চলতি বছর এশিয়া কাপ ও নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। উভয় টুর্নামেন্টের ভেন্যু ও গ্রুপিং এখনো চূড়ান্ত হয়নি। এমন প্রেক্ষাপটে সৌরভ গাঙ্গুলির মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটীয় সম্পর্কে।
