ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বেনাপোল ও শার্শায় বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ছবি: ঢাকাপ্রকাশ
দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের উদ্যোগে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ও নাভারণ সাতক্ষীরা মোড়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার দলমত নির্বিশেষে স্কুল-কলেজের শিক্ষার্থী সহ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের উদ্যোগে যশোরের বেনাপোল ও শার্শার নাভারণ সাতক্ষীরা মোড়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৃথক বিক্ষোভ মিছিল দুটি বেনাপোল ও শার্শার সাতক্ষীরা মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় বক্তারা ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন। তারা বলেন, ইসরায়েলের হামলার কারণে আজ গোটা গাজা কবরস্থানে পরিণত হয়েছে। লাখ লাখ নিরীহ নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছে। তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
