আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেছেন, সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে হলে এই দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে তিনি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানান।
নুরুল হক বলেন, ‘এই সরকারে দুই ছাত্র উপদেষ্টা আছেন। তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে।’
বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন।
এর আগে অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নুরুল হকের বক্তব্যের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত ছিলেন।
