সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ

সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত
দুর্নীতির অভিযোগে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসবের মধ্যে রয়েছে বান্দরবানের লামা উপজেলায় ৩০৪ দশমিক ৫৯ একর জমি, ঢাকায় গুলশানের একটি ফ্ল্যাট, চট্টগ্রামের হালিশহরে চারতলা একটি বাড়ির অংশ এবং একাধিক ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ারে কোটি কোটি টাকা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এসব স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও ফ্রিজের আদেশ দেন।
দুদকের উপপরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদের আবেদনে বলা হয়, ফৌজিয়া ইসলাম জ্ঞাত আয়ের উৎসের বাইরে থেকে ৬ কোটি ৯০ লাখ টাকার বেশি সম্পদ অর্জন করেছেন, যা তার স্বামী তাজুল ইসলামের অসাধু উপার্জিত অর্থ দিয়ে সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে, তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাব ও ১৪টি কোম্পানির শেয়ারে জমা রয়েছে যথাক্রমে ১ কোটি ৪২ লাখ এবং ৩ কোটি ১৯ লাখ টাকা। সব মিলিয়ে ফ্রিজ করা হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকার অস্থাবর সম্পদ।
দুদকের আবেদনে আরও জানানো হয়, মামলার তদন্তকালে ফৌজিয়া ইসলামের বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ১৩ কোটি ৯৩ লাখ টাকা জমা এবং প্রায় ১৩ কোটি ১৮ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে প্রায় ২৭ কোটি টাকার লেনদেনের উৎস অস্পষ্ট, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি দমন কমিশন আইনের আওতায় গুরুতর অপরাধ হিসেবে গণ্য।
এর আগে গত ১৩ এপ্রিল তাজুল ইসলামের নিজের নামেও ঢাকাসহ তিনটি জেলার প্রায় ২৮ বিঘা জমি, বাণিজ্যিক স্পেস, ফ্ল্যাট এবং দোকান জব্দের আদেশ দেয় আদালত। একইসঙ্গে তার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৫০টি ব্যাংক হিসাব ও শেয়ারে থাকা ২৮ কোটি টাকাও ফ্রিজ করা হয়েছে।
