বিয়ের আসরে কনের বেশে শাশুড়ি, থানায় হাজির বর

ছবি: সংগৃহীত
বিয়ের আসর সাজানো, অতিথিদের ভিড়, মিষ্টির গন্ধে ভরপুর পরিবেশ—সবই ঠিকঠাক চলছিল। কিন্তু যখন পাত্র জানতে চাইলেন তার হবু স্ত্রীর নাম, তখনই ঘটল বিপত্তি। কনের নাম শুনেই আঁতকে উঠলেন বর। ঘোমটার আড়াল থেকে বেরিয়ে এলো এক অবিশ্বাস্য সত্য—কনের জায়গায় বসে আছেন পাত্রীর মা, অর্থাৎ হবু শাশুড়ি!
ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মিরাট জেলার। পাত্র মো. আজিম, বয়স ২২। গত ৩১ মার্চ তার ভাই নাদিম একটি বিয়ের প্রস্তাব নিয়ে যান ২১ বছর বয়সী মানতাশার বাড়িতে। সবকিছু ঠিকঠাক থাকায় আয়োজন শুরু হয় বিয়ের।
সবই ঠিক ছিল, কিন্তু বিয়ের মুহূর্তে আজিম কনের নাম শুনে কেমন যেন অস্বস্তি বোধ করেন। সন্দেহ আরও বাড়ে, ঘোমটার আড়ালে থাকা ‘বধূ’র আচরণে। অবশেষে কৌতূহলে ঘোমটা সরিয়ে দেন আজিম—সামনে দেখা মেলে পাত্রী নয়, তার মা!
সঙ্গে সঙ্গেই বিয়ে বাতিলের ঘোষণা দেন আজিম। এরপর শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা, দু’পক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে আসর ছেড়ে পালিয়ে যান হতভম্ব বর।
ঘটনার প্রায় এক সপ্তাহ পর আজিম স্থানীয় থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রতারণার আওতায় পড়ছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
