ভারতে জঙ্গলে ব্যাপক বন্দুকযুদ্ধ, নিহত ৩৩

ছবি: সংগৃহীত
ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়েছে। এতে দুই জওয়ানসহ মোট ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জওয়ান। রোববার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে ছত্তিশগড়ের বস্তার বিভাগের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই নিরাপত্তা কর্মী এবং কমপক্ষে ৩১ জন মাওবাদী নিহত হন।
বিজাপুর সেই অঞ্চল যেখানে জানুয়ারির শুরুতে একটি আইইডি বিস্ফোরণে আটজন নিরাপত্তা কর্মী এবং একজন বেসামরিক চালক নিহত হয়েছিলেন। এরপর জানুয়ারির শেষ সপ্তাহে শুরু হওয়া মাওবাদী বিরোধী অভিযানে আটজন মাওবাদী নিহত হন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, বিজাপুরের জঙ্গলে চলমান বন্দুকযুদ্ধে দুই জওয়ান আহত হয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ১২ জন মাওবাদীর ইউনিফর্ম পরা মৃতদেহ অস্ত্র ও বিস্ফোরকসহ উদ্ধার করা হয়েছে এবং সংঘর্ষ এখনও চলছে।
Chattisgarh: 31 Naxals killed in encounter with security forces in Bijapur
— ANI Digital (@ani_digital) February 9, 2025
Read @ANI Story | https://t.co/E8XRZBK9qT #Encounter #Naxals #Chattisgarh pic.twitter.com/maf2msulEa
মূলত নিরাপত্তা বাহিনীর একটি দল ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। বড় সংখ্যক সিনিয়র ক্যাডারদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এর মধ্যেই রোববার ভোরবেলা মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং এতে ৩১ জন মাওবাদী নিহত হন।
এনকাউন্টারে বাহিনী দুই জওয়ানকেও হারিয়েছে এবং আহত দুই জওয়ানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহত জওয়ানদের অবস্থা আশঙ্কাজনক নয়। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে আরও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
