এবার স্ত্রী রিয়া মনিকে তালাকের ঘোষণা দিলেন হিরো আলম

স্ত্রী রিয়া মনির সঙ্গে হিরো আলম। ছবি: সংগৃহীত
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বঘোষিত অভিনয়শিল্পী হিরো আলম স্ত্রী রিয়া মনির সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বগুড়া সদরের এরুলিয়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে হিরো আলম জানান, দীর্ঘদিন ধরেই স্ত্রী রিয়া মনির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছিল। তবে সর্বশেষ তার পালক পিতার মৃত্যুর সময় রিয়ার অনুপস্থিতি এবং উদাসীনতা তাকে ‘মানসিকভাবে ভেঙে দেয়’। এরই প্রেক্ষিতে তিনি রিয়া মনিকে ‘বয়কট’ করার সিদ্ধান্ত নেন এবং সর্বশেষ ‘তালাক’ দেওয়ার ঘোষণা দেন।

হিরো আলম বলেন, “আমি আগেও রিয়াকে অনেকবার মাফ করেছি। কিন্তু এবার সে সীমা ছাড়িয়েছে। আমার বাবা হাসপাতালে ছিলেন, অথচ সে একবারও খোঁজ নেয়নি। আমি তাকে বয়কট করেছি মানে, এখন থেকে কোনো সম্পর্ক আর থাকবে না। আমি ঢাকা গিয়ে তার থেকে আলাদা হয়ে যাব। সে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে করছে, সেগুলোর প্রমাণ দিতে হবে।”
এই সময় তিনি পবিত্র কোরআন শরীফ হাতে তুলে নিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন, তিনি কোনো অন্যায় করেননি।
প্রসঙ্গত, হিরো আলমের পালিত পিতা আবদুর রাজ্জাক গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে মারা যান। শৈশবে হিরো আলমকে দত্তক নিয়েছিলেন রাজ্জাক। মৃত্যুর পর পরদিন বগুড়ায় তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। হিরো আলম ফেসবুকে লেখেন, “রিয়া মনিকে বয়কট করলাম। কারণ, আমার বাবা হসপিটালে ছিলেন। অথচ রিয়ার পরিবারের কেউ তাকে দেখতে আসেনি।”
অন্যদিকে, হিরো আলমের এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় রিয়া মনি বলেন, “মানসিকভাবে তিনি (হিরো আলম) ভালো নেই, কারণ তার বাবা মারা গেছেন। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।”
উল্লেখ্য, একসঙ্গে কাজ করতে গিয়েই রিয়া মনির প্রেমে পড়েন হিরো আলম। এরপর তাকে বিয়ে করেন তিনি। তবে এই বিয়ের জেরে তার দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান তাকে ডিভোর্স দেন। হিরো আলমের প্রথম স্ত্রী ছিলেন সাবিহা আক্তার সুমি, যার ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রিয়া মনির সঙ্গে বিয়ের পর একাধিক গানের ভিডিও, নাটক ও অন্যান্য কন্টেন্টে একসঙ্গে কাজ করেছেন হিরো আলম। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়। এখন তা এসে ঠেকেছে তালাকের ঘোষণা পর্যন্ত।
