২০ দিনে ৫০ কোটিরও বেশি আয় করল শাকিবের 'বরবাদ'

চিত্রনায়ক শাকিব খান। ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই হইচই ফেলে দিয়েছে শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’। একের পর এক হল হাউজফুল, দর্শকের উচ্ছ্বাসে প্রেক্ষাগৃহে চলছে উপচে পড়া ভিড়। লুক, সংলাপ, অ্যাকশন—সব মিলিয়ে শাকিব যেন আবারও প্রমাণ করলেন কেন তিনি ঢালিউডের কিং!
মুক্তির মাত্র ২০ দিনেই ছবিটি আয় করেছে ৫০ কোটি ৮২ লাখ টাকা—এমনটাই জানিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন। তাদের দাবি, এই গতি অব্যাহত থাকলে ‘বরবাদ’ খুব শিগগিরই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।
প্রযোজনা প্রতিষ্ঠান আরও জানিয়েছে, “এই আয় কেবল টিকিট বিক্রি থেকেই। এখনো বাকি রয়েছে ওটিটি প্ল্যাটফর্মের বিশাল অংশ এবং বিদেশের বাজার।”
ছবিটি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে হাউজফুল চলছে এবং খুব শিগগিরই ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুক্তি পাবে। প্রযোজকের আশা, আন্তর্জাতিক বাজার থেকেও ছবিটি উল্লেখযোগ্য আয় করবে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত ও শ্যাম ভট্টাচার্য। বিশেষ আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।
