পহেলা বৈশাখে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ছবি: সংগৃহীত
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৪ এপ্রিল) ভোর ৫টা থেকে এসব এলাকায় কিছু রাস্তা বন্ধ থাকবে এবং কিছু এলাকায় ডাইভারশন ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে জননিরাপত্তার স্বার্থে নিম্নোক্ত ট্রাফিক নির্দেশনা অনুসরণ করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
ডাইভারশন পয়েন্ট ও ব্যারিকেড এলাকায় যান চলাচল বন্ধ থাকবে: বাংলামোটর ক্রসিং, নেভি গ্যাপ, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ, কদমফোয়ারা, হাইকোর্ট (পূর্ব ও দক্ষিণ), দোয়েল চত্বর, রমনা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত এবং কাটাবন ক্রসিং এলাকাসমূহ।
যানবাহনের বিকল্প রুট:
১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর হয়ে বামে মোড় নিয়ে মগবাজার হয়ে চলবে।
২. গোলাপশাহ মাজার থেকে শাহবাগমুখী গাড়ি কদমফোয়ারা, ইউবিএল ও নাইটিংগেল হয়ে যাবে।
৩. সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী যান আজিমপুর, চানখাঁরপুল ও বকশীবাজার হয়ে চলবে।
গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলো হলো: নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত, মৎস্যভবন থেকে সেগুনবাগিচা (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি), শিল্পকলা একাডেমির গলি, কাঁটাবন থেকে নীলক্ষেত ও পলাশী, দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল, আব্দুল গনি রোড
নির্ধারিত নির্দেশনা ও ডাইভারশন মেনে চলতে সকল নাগরিকের সহযোগিতা চেয়েছে ডিএমপি, যাতে নিরাপদ ও নির্বিঘ্নভাবে নববর্ষ উদযাপন করা যায়।
