মুজিব শতবর্ষে বিসিবির খরচ ৭ কোটি, দেখানো হয়েছে ২৫ কোটি!

ছবি: সংগৃহীত
মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যয়ের নামে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে হঠাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে দুদকের তিন সদস্যের একটি বিশেষ টিম মিরপুরের বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করে।
দুদকের সহকারী পরিচালক আল আমিন জানান, মুজিব শতবর্ষ উদযাপনের জন্য বরাদ্দ ছিল ১৫ কোটি টাকা। কিন্তু বিসিবি ব্যয় দেখিয়েছে প্রায় ২৫ কোটি টাকা। অভিযোগ রয়েছে, প্রকৃত ব্যয় হয়েছে মাত্র ৭ কোটির কিছু বেশি। অর্থাৎ প্রাথমিকভাবে প্রায় ১৯ কোটি টাকার আর্থিক অসঙ্গতি শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, “আমরা অভিযোগ পেয়েছি, এখানে প্রকৃত ব্যয়ের তুলনায় অনেক বেশি খরচ দেখানো হয়েছে। টিকিট বিক্রি থেকে যে ২ কোটি টাকা আয় হয়েছিল, সেটিও খরচের মধ্যে দেখানো হয়নি। অর্থাৎ মোট অনিয়মের পরিমাণ ২০ কোটি টাকা বা তারও বেশি হতে পারে।”
দুদক জানিয়েছে, এসব এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে। যথাযথ নথি যাচাই-বাছাই শেষে এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর কমিশন পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেন, “দুদকের তদন্ত কাজে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। প্রয়োজনীয় ডকুমেন্টস সরবরাহে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে বিসিবি আয়োজন করেছিল বিশেষ কনসার্ট ও নানা অনুষ্ঠান। সেই আয়োজনে স্বচ্ছতা নিয়েই এখন প্রশ্ন উঠেছে, যা দেশের ক্রিকেট প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসেও প্রভাব ফেলতে পারে।
