মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল

আম্পায়ার গাজী সোহেল। ছবি: সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল। বুধবার (৯ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের মধ্যে টস শেষে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টসের পর থেকেই গাজী সোহেল শারীরিকভাবে অস্বস্তি অনুভব করতে শুরু করেন। মাথা ঘোরানোর পাশাপাশি তিনি ঘুম ঘুম অনুভব করছিলেন। তবে তিনি ঘুমাতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে ম্যাচ রেফারি দেবব্রত পালের পরামর্শে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে বিকেএসপির মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. সামির উল্লাহ জানান, "আমরা গাজী সোহেলের সঙ্গে কথা বলে জানতে পারি, রাতের বেলা ঠিকমতো ঘুম হয়নি, যার ফলে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। ব্লাড প্রেশার স্বাভাবিক রয়েছে, তবে হার্ট রেট কিছুটা বেশি ছিল। বর্তমানে তিনি ঘুমাচ্ছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আধঘণ্টা পর্যবেক্ষণের পর যদি তার শারীরিক অবস্থা ঠিক থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।"
এদিকে, গাজী সোহেলের অসুস্থতার কারণে তার স্থানে মাঠে দায়িত্ব পালন করছেন চতুর্থ আম্পায়ার শারফুদ্দিন আহমেদ, এবং অন্যান্য আম্পায়ার হিসেবে আছেন হাবিবুর রহমান। এই অপ্রত্যাশিত ঘটনার মধ্যেও ম্যাচটি নির্ধারিত সময়েই শুরু হয়। মোহামেডান ৪৩ ওভার শেষে ৫ উইকেটে ২৩০ রান করেছে। মুশফিকুর রহিম ৪৫ রানে এবং মেহেদি হাসান মিরাজ ১২ রানে অপরাজিত রয়েছেন।
