ভোরে মাঠে নামছে ব্রাজিল, যেমন হবে একাদশ

ছবি: সংগৃহীত
প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তারা আগামীকাল (শুক্রবার) ভোর ৬টা ৪৫ মিনিটে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের মানে গারিঞ্চা স্টেডিয়ামে।
বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকতে এবং ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাস অর্জন করাই ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের মূল লক্ষ্য। তবে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না সুপারস্টার নেইমার জুনিয়র, ডিফেন্ডার দানিলো ও গোলরক্ষক এডারসন মোরায়েস। তাদের বদলে স্কোয়াডে যোগ হয়েছেন লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং ফিলিপে এন্ড্রিক।
কোচ দরিভাল জুনিয়র আশাবাদী যে তার দল উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে পারবে এবং শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে ভালো খেলা উপহার দিতে পারবে। কলম্বিয়া দলের সামর্থ্য স্বীকার করে তিনি মাঠে স্বাগতিক দর্শকদের সমর্থন চেয়েছেন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: অ্যালিসন বেকার
রক্ষণভাগ: ভ্যান্ডারসন, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, গুইলার্মে অ্যারানা
মধ্যমাঠ: গারসন, ব্রুনো গুইমারেস, রদ্রিগো গোয়েস
আক্রমণভাগ: ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, জোয়াও পেদ্রো
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের এই একাদশ দিয়ে ব্রাজিল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে এবং আত্মবিশ্বাস অর্জনে মাঠে নামবে।
