সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

নিলাম শেষে যেমন হলো আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

ছবি সংগৃহীত

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় মুস্তাফিজুর রহমানের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাসকিন ও শরিফুলকে আইপিএলের জন্য ছাড়তে রাজি হয়নি বিসিবি। যার ফলে নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ছিলেন মুস্তাফিজ। সাম্প্রতিক সময়ে বল হাতে খুব বেশি আলো ছড়াতে না পারলেও বাঁহাতি এই পেসারকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে টেনেছে চেন্নাই সুপার কিংস।

মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদের পর এবারে মহেন্দ্র সিং ধোনির হয়ে আইপিএল খেলবেন মুস্তাফিজ। এদিকে মিনি নিলামে স্যাম কারানের রেকর্ড ভেঙেছেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়ে সবাইকে চমকে দেয় হায়দ্রাবাদ। তবে তার সেই রেকর্ড টেকেনি এক ঘণ্টাও।

গুজরাট টাইটান্সের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। তাতে করে বিশ্বকাপজয়ী স্টার্কই এখন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। বড় দাম হাঁকিয়েছেন ড্যারিল মিচেল, হার্শাল প্যাটেল, ট্রাভিস হেডরা। তবে দুবার নাম তুললেও দলে পাওয়া হয়নি স্টিভ স্মিথের।

নিলাম শেষে ১০ দলের স্কোয়াড:

কলকাতা নাইট রাইডার্স-

রিটেইন– নীতিশ রানা, রিঙ্কু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সুহাশ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কেটেস আইয়ার, হার্শিত রানা, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।

নিলাম- চেতন সাকারিয়া, কেএস ভরত, মিচেল স্টার্ক, আঙ্কুর রাঘুবংশী, রমনদীপ সিং, শারফান রাদারফোর্ড, মানিষ পাণ্ডে, মুজিব উর রহমান, গাস অ্যাটকিনসন, সাকিব হোসেন।

মুম্বাই ইন্ডিয়ান্স-

রিটেইন– হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিশান, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন টেন্ডুলকার, স্যামস মুলানি, নেহাল ওয়াধেরা, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকিয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, রোমারিও শেফার্ড।

নিলাম- জেরাল্ড কোয়েতজে, দিলশান মাদুশঙ্কা, শ্রেয়াস গোপাল, নুয়ান থুসারা, নোমান ধীর, আনশুল কাম্বোস, মোহাম্মদ নবি, শিবালিক শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-

রিটেইন– ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মোহম্মদ সিরাজ, দীনেশ কার্তিক, রজত পাতিদার, রিস টপলি, উইল জ্যাকস, সূয়াশ প্রভুদেশাই, অনুজ রাওয়াত, মাহিপাল লমরোর, মনোজ ভান্ডাগে, কার্ন শর্মা, মায়াঙ্ক ডাগার, বিশাখ বিজয়কুমার, আকাশ দীপ, রাজন কুমার, হিমাংশু শর্মা।

নিলাম- আলজারি জোসেফ, ইয়াশ দয়াল, টম কারান, লকি ফার্গুসন, স্বপ্নীল সিং, সৌরভ চৌহান।

চেন্নাই সুপার কিংস-

রিটেইন– ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, তুষার দেশপান্ডে, আজিঙ্কা রাহানে, শিভম দুবে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), দীপক চাহার, মাহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, মুকেশ বরুণ, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকার, অজয় মন্ডল, মুকেশ চৌধুরি, সিমারজিৎ সিং, শেখ রশিদ এবং মিচেল স্যান্টনার।

নিলাম- রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, শার্দুল ঠাকুর, সামির রিজভী, মুস্তাফিজুর রহমান, আভানিশ রাও।

দিল্লি ক্যাপিটালস-

রিটেইন– অভিষেক পোরেল, অ্যানরিখ নরকিয়া, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ললিত যাদব, লুঙ্গি এনগিদি, মিচেল মার্শ, মুকেশ কুমার, প্রবীণ দুবে, ঋষভ পান্ত, পৃথ্বী শ, সৈয়দ খালিল আহমেদ, ভিকি ওস্টওয়াল এবং ইয়াশ ধুল।

নিলাম- হ্যারি ব্রুক, ট্রিস্টিয়ান স্টাবস, রিকি ভুঁই, কুমার কুশারগা, রাশিখ ধার, ঝাই রিচার্ডসন, সুমিত কুমার, শাই হোপ, স্বস্তিক চিকারা।

সানরাইজার্স হায়দরাবাদ-

রিটেইন– আব্দুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, হেনরিখ ক্লাসেন, মায়াঙ্ক আগারওয়াল, আনমলপ্রীত সিং, উপেন্দ্র সিং যাদব, নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, অভিষেক শর্মা, মার্কো জেনসেন, ওয়াশিংটন সুন্দর, সনভীর সিং, ভুবনেশ্বর কুমার, থাঙ্গারাসু নাটারাজন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক এবং ফজল হক ফারুকি।

নিলাম- জয়দেব উনাদকাট, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, আকাশ সিং, ঝাতাভেদ সুব্রীমানিয়েন, আবিদন মুশতাক, নান্দ্রে বার্গার।

পাঞ্জাব কিংস-

রিটেইন– শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরান সিং, ম্যাথু শর্ট, হারপ্রীত ভাটিয়া, অথর্ভ টাইডে, রিশি ধাওয়ান, স্যাম কারান, সিকান্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, গুরনুর সিং ব্রার, শিভম সিং, রাহুল চাহার, আর্শদীপ সিং, হারপ্রীত ব্রার, বিদ্বথ কাভেরাপ্পা, কাগিসো রাবাডা এবং ন্যাথান এলিস।

নিলাম- ক্রিস ওকস, হার্শাল প্যাটেল, আশুতোষ শর্মা, বিশ্বনাথ সিং, তনয় থাগারাজন, প্রিন্স চৌধুরি, শশাংক সিং, রাইলি রুশো।

গুজরাট টাইটান্স–

রিটেইন- ডেভিড মিলার, শুভমান গিল, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মোহাম্মদ শামি, নুর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জশ লিটল, মোহিত শর্মা।

নিলাম- আজমতউল্লাহ ওমরজাই, উমেশ যাদব, শাহরুখ খান, সুশান্ত মিশ্রা, কার্তিক তিয়াগী, মানব সুথার, স্পেন্সার জনসন, রবিন মিন্স।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-

রিটেইন– লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, আইয়ুশ বাদোনি, কাইল মেয়ার্স, দীপক হুডা, দেবদূত পাডিকাল, রবি বিষ্ণোই, নাভিন উল হক, ক্রুণাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রিয়াঙ্ক মানকাড়, ইয়াশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব এবং মহসিন খান।

নিলাম- শিভাম মাভি, আরশিন কুলকার্নি, মানিমারান সিদ্ধার্থ, অ্যাস্টন টার্নার, ডেভিড উইলি, আরশাদ খান।

রাজস্থান রয়্যালস-

রিটেইন– সাঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জায়সাওয়াল, ধ্রুব জুরেল, রায়ান পরাগ, ডোনোভন ফেরেইরা, কুণাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নবদীপ সাইনি, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা এবং আভেষ খান।

নিলাম- রভম্যান পাওয়েল, শিভাম দুবে, টম কোহলার-ক্যাডমোর।

Header Ad
Header Ad

রেফারির কাছে ক্ষমা চাইলেন মাদ্রিদের ডিফেন্ডার আন্তনিও রুদিগার

ছবি: সংগৃহীত

চূড়ান্ত বাঁশি বাজার ঠিক আগে এক উত্তপ্ত ঘটনার জন্ম দেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্তনিও রুদিগার। এরিক গার্সিয়ার বিরুদ্ধে কিলিয়ান এমবাপের করা একটি ফাউলের প্রতিবাদে বেঞ্চে থাকা রুদিগার ক্ষিপ্ত হয়ে রেফারির দিকে আইস ব্যাগ ছুঁড়ে মারেন, যার ফলে তিনি সরাসরি লাল কার্ড দেখেন।

ঘটনা সেখানেই শেষ হয়নি। লাল কার্ড দেখার পর রুদিগার আরও উত্তেজিত হয়ে রেফারির দিকে তেড়ে যান, তবে ক্লাবের টেকনিক্যাল কমিটির এক সদস্য তাকে আটকান। পরে মাথা ঠাণ্ডা হলে রুদিগার নিজের আচরণের জন্য অনুতপ্ত হন এবং রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে রেফারি দে বুরগোস বেঙ্গোইচিয়ার কাছে ক্ষমা চান।

নিজের ভুল স্বীকার করে রুদিগার লেখেন, "গতরাতের আচরণের কোনো যুক্তি নেই। আমি সত্যিই দুঃখিত, এবং রেফারির কাছেও ক্ষমা চাইছি।" একইসঙ্গে তিনি নিজের পারফরম্যান্সের দুর্বলতার কথা স্বীকার করেন এবং দলের দুর্দান্ত দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সের প্রশংসা করেন।

রেফারির ম্যাচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রুদিগার টেকনিক্যাল এরিয়া থেকে একটি বস্তু ছুঁড়েছিলেন, যদিও তা রেফারির শরীরে লাগেনি। এছাড়া লাল কার্ড প্রদর্শনের পর তাকে শান্ত করতে টেকনিক্যাল স্টাফদের এগিয়ে আসতে হয়েছে বলে উল্লেখ করা হয়।

 

Header Ad
Header Ad

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিলেন ছাত্রদল নেতা

ছবি: সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহারের মাধ্যমে বরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

রোববার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে আসা শিক্ষার্থীদের মাঝে নোটবুক, কলম, পানি, বিস্কুট, সেলাইন এবং প্রাথমিক চিকিৎসাসেবা ও মেডিসিন সরবরাহ করা হয়। পাশাপাশি অভিভাবকদের বিশ্রামের জন্য চেয়ারের ব্যবস্থা এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়।

এ সময় নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক ও আকিব জাবেদ রাফি, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সেকান্দার, গণসংযোগ বিষয়ক সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, সদস্য ইমদাদুল হক ও হাসিবুর রহমান সাকিব, মহসিন হল শাখার দপ্তর সম্পাদক মোঃ আবুজার গিফারী ইফাত, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক রায়হানা পারভীন, সহ-আইন সম্পাদক সাফওয়ান হাসান তামিম, কর্মী কাজী আবির, আব্দুল্লাহ অনন্ত, লুৎফুর কবির রানা, ক্রীড়া সম্পাদক (জসীমউদ্দিন হল শাখা) আব্দুল ওহেদ, কর্মী মাসুম বিন বশির এবং নাঈম চৌধুরী।

ছাত্রদল নেতারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সফলতা কামনা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Header Ad
Header Ad

দুর্নীতির অভিযোগ তুলে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহান বেগম। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একইসঙ্গে তাদের দুই সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি, পদায়ন ও টেন্ডার সংক্রান্ত তদবির বাণিজ্যে লিপ্ত ছিলেন এই দুই উপদেষ্টার সহকারীরা। অভিযোগ রয়েছে, মোয়াজ্জেম হোসেন প্রায় ৪ শত কোটি টাকা আয় করেছেন। একই ধরনের অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তদের পেছনে উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্রয়-প্রশ্রয় ছিল বলেই তারা এতদূর যেতে পেরেছে। ফলে প্রশ্ন উঠেছে—তাদের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কি দায় এড়াতে পারেন?

সংগঠনটি বলেছে, নৈতিক দায়বদ্ধতা ও জনমনে স্বচ্ছতা ফিরিয়ে আনতেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ করা উচিত। পাশাপাশি দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক ইতোমধ্যে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রেফারির কাছে ক্ষমা চাইলেন মাদ্রিদের ডিফেন্ডার আন্তনিও রুদিগার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিলেন ছাত্রদল নেতা
দুর্নীতির অভিযোগ তুলে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
নওগাঁয় গ্রাহকের আমানতের টাকা ফেরত না দেওয়ায় জাতীয় পার্টি’র নেতাকে গণধোলাই
পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির
এসআই নিয়োগের ফলাফল প্রকাশ, ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ
হাকিমপুরে গরীবের চাল ছাত্রলীগ নেতার গুদামে
চুরির অভিযোগে কুবির দুই শিক্ষার্থী বহিষ্কার
ভারত-পাকিস্তান ইস্যুতে আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা
সাব-ইন্সপেক্টর পদে প্রাথমিক সুপারিশ পেল ৫৯৯ জন
দুই উপদেষ্টার এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু
নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার
ভারতের দিকে তাক করা পাকিস্তানের ১৩০ পারমাণবিক বোমা
চার ম্যাচের নিষেধাজ্ঞায় তাওহিদ হৃদয়, বাড়ছে নাটকের রঙ
উত্তেজনার মধ্যেই যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত
ছেলে খুঁজে পাচ্ছি না, একজন জীবনসঙ্গী দরকার: মিলা
টাঙ্গাইলে শ্রমিকদলের নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধে ভারতের ১.১৪ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা
দেশের পথে প্রধান উপদেষ্টা