রংপুরে মশাল মিছিল: ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি কার্যকরের দাবি

ছবিঃ ঢাকাপ্রকাশ
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং তা প্রকাশ্যে কার্যকরের দাবিতে রংপুরে মশাল মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ৭টায় নগরীর টাউন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সিটি ভবন, সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, প্রেসক্লাব হয়ে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষ ধর্ষণবিরোধী নানা স্লোগান দেয় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
পরে জাহাজ কোম্পানি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের শাস্তি অবশ্যই প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। পাশাপাশি সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তারা।
এর আগে, দুপুরে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে এবং বিকেলে কারমাইকেল কলেজে একই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
