জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি দিল আওয়ামী লীগ

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শরীয়তপুর জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার (২০ এপ্রিল) সকালে জেলা আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলার তথ্যসেবা কেন্দ্রে (ফ্রন্ট ডেস্ক) স্মারকলিপিটি জমা দেন। স্মারকলিপিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে ‘প্রহসনমূলক, ঘৃণ্যতম, জঘন্যতম, অসাংবিধানিক ও বেআইনি’ বলে উল্লেখ করা হয় এবং এর তীব্র প্রতিবাদ জানানো হয়।
এ প্রসঙ্গে শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক শামীম মুঠোফোনে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অন্যায়ভাবে আওয়ামী লীগের নেতাদের বিচার করা হচ্ছে। এ ঘটনায় সারাদেশের জেলা প্রশাসকদের কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়েছে। শরীয়তপুর জেলার প্রশাসককেও তিনি ব্যক্তিগতভাবে ই-মেইলে স্মারকলিপিটি পাঠিয়েছেন বলে জানান। এরপর জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সেটি আনুষ্ঠানিকভাবে জমা দেন।
