৯৯৯-এ ফোন করে ধর্ষককে ধরিয়ে দিলেন মা

ছবি: সংগৃহীত
বাগেরহাটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এক পাঁচ বছর বয়সী শিশুর ধর্ষককে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছেন মা। মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবনউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম লাবু শেখ। তিনি মোরেলগঞ্জ থানার বাসিন্দা।
পুলিশের ভাষ্য, এক নারী ৯৯৯-এ ফোন করে জানান, তাঁর পাঁচ বছর বয়সী কন্যাশিশুকে প্রতিবেশী এক ব্যক্তি ধর্ষণ করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
