দোহার উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণসহ ৫৫ লাখ টাকা লুট

ছবি: সংগৃহীত
ঢাকার দোহার উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দলের হাতে এক ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত বেঁধে ফেলে এবং প্রায় ৩৩ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আনুমানিক ৫৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
ঘটনাটি ঘটে সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে, দোহার উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকার ব্যবসায়ী মোঃ শাহজাহানের বাড়িতে। শাহজাহান জয়পাড়া বাজারের পরিচিত ব্যবসায়ী, আল-জাহান ট্রাভেলস ও আল-জাহান মটরস এর কর্ণধার।
ভুক্তভোগী মোঃ শাহজাহান জানান, রাতের আঁধারে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিচতলার বারান্দার গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পরিবারের সব সদস্যদের হাত বেঁধে ফেলে। এরপর শাহজাহানের স্ত্রী আকলিমা আক্তারের গলা ও কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পাশাপাশি ঘরের আলমারি ভেঙে নিয়ে যায় অন্যান্য স্বর্ণালংকার ও নগদ টাকা।
ডাকাত দল দ্বিতীয় তলায় থাকা শাহজাহানের দুই মেয়ে নুসনাত জাহান ও তাসনিম জাহানের ঘরেও তাণ্ডব চালায়। তিনটি ঘরের আলমারি ও আসবাবপত্র ভেঙে ৩৩ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় দুই লাখ টাকা লুট করে নেয়। যাওয়ার সময় তারা বাড়ির সিসি ক্যামেরার ডিভিআরও খুলে নিয়ে যায়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা মোঃ নূর-নবীকে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
