বুধবার ভোরে সাভার-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ

ছবিঃ সংগৃহীত
স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াত নির্বিঘ্ন করতে গাবতলী-আমিন বাজার সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
এ সময় সব যানবাহনকে বিকল্প রুট হিসেবে মিরপুর মাজার হয়ে বেড়িবাঁধ দিয়ে ধউর-আশুলিয়া-বাইপাইল রুট এবং উত্তরা-আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর চন্দ্রা রুট ব্যবহার করতে বলা হয়েছে।
তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বুধবার ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকার গাবতলী থেকে আমিন বাজার, সাভার হয়ে নবীনগর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ সময় সব যানবাহনকে বিকল্প রুট হিসেবে মিরপুর মাজার হয়ে বেড়িবাঁধ দিয়ে ধউর-আশুলিয়া-বাইপাইল রুট এবং উত্তরা-আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর চন্দ্রা রুট ব্যবহার করতে বলা হয়েছে।
