স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি

ছবি: সংগৃহীত
বিএনপির সহযোগী সংগঠন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর আয়োজনে অনুষ্ঠিতব্য স্বাধীনতা কনসার্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে, সোমবার দুপুরে কনসার্টের আয়োজক কমিটির একটি প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মাদ সাজ্জাত আলীর বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ অন্যান্য নেতারা।
তবে কনসার্ট স্থগিতের কারণ এবং পরবর্তী তারিখ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিএনপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হতে পারে বলে আয়োজকরা জানিয়েছেন।
