মার্কিন পুরস্কার প্রত্যাখ্যান করায় উমামাকে ফিলিস্তিন রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছ থেকে সম্মাননা নিচ্ছেন উমামা ফাতেমা। ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনে সাহসিকতার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ প্রত্যাখ্যান করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। এবার সেই সাহসী অবস্থানের জন্য তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমজান।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে উমামার হাতে এই সম্মাননা তুলে দেন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে উমামা ফাতেমা ছাড়াও উপস্থিত ছিলেন আনিকা তাহসিনা ও আয়শা সিদ্দিকা।
উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মার্কিন পররাষ্ট্রনীতির পক্ষপাতমূলক অবস্থানকে দায়ী করে উমামা যুক্তরাষ্ট্রের ওই পুরস্কার গ্রহণে বিরত ছিলেন। তার এমন অবস্থান বিশ্বজুড়ে আলোচিত হয়।
সম্মাননা প্রদানকালে রাষ্ট্রদূত ইউসুফ রমজান বলেন, “আমরা সব সময় এমন সাহসিকতাকে স্মরণে রাখি। এটি আমাদের মনোবল বাড়ায় এবং বিশ্ববাসীকে একটি শক্তিশালী বার্তা দেয়—আমরা একা নই।”
জবাবে উমামা বলেন, “ফিলিস্তিনের জনগণ যা সহ্য করছে, তা অকল্পনীয়। তার তুলনায় একটি পুরস্কার প্রত্যাখ্যান কিছুই নয়। একজন মানুষ হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব। বাংলাদেশের ছাত্র হিসেবে আমরা যে প্রতিরোধের উত্তরাধিকার পেয়েছি, সেটাই আমি ধারণ করছি।”
উমামার এই অবস্থানকে দেশের ছাত্র সমাজ ও মানবাধিকারকর্মীরা একটি বলিষ্ঠ রাজনৈতিক ও নৈতিক বার্তা হিসেবে দেখছেন।
