চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ৮ আগস্ট

ছবি: সংগৃহীত
৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে পিএসসি এসব সিদ্ধান্ত জানায় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য থেকে পরীক্ষার্থীদের সাবধান থাকার অনুরোধ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ আগামী ৮ থেকে ১৯ মে’র মধ্যে সম্পন্ন হবে। পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
একইসঙ্গে, চলমান ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় যেসব প্রার্থী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের মৌখিক পরীক্ষা ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত স্থগিত থাকবে। এসব স্থগিত মৌখিক পরীক্ষা ১৬ জুনের পর দ্রুততম সময়ে নেওয়া হবে, যার সংশোধিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য জুন মাসের মধ্যে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলও জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
এদিকে, পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি।
পিএসসি জানিয়েছে, বিভিন্ন বিসিএস পরীক্ষার সূচি নির্ধারণ ও গ্রহণের ক্ষেত্রে প্রশ্নপত্র মুদ্রণ, পরীক্ষা কেন্দ্র নির্ধারণসহ কয়েকটি কার্যক্রমে কমিশনকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়, যা কিছুটা সময়সাপেক্ষ। এ কারণে কখনও কখনও তারিখ পরিবর্তনের প্রয়োজন পড়ে।
সবশেষে, পরীক্ষার্থীদের বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থেকে নিয়মিতভাবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (http://www.bpsc.gov.bd) থেকে তথ্য যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। শুধুমাত্র কমিশনের ওয়েবসাইটেই নির্ভরযোগ্য ও প্রামাণ্য তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়।
