সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। রোববার, ৬ এপ্রিল তিনি রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাশিয়া সফর শেষে সেনাপ্রধান আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় পৌঁছাবেন। সফরের পুরোটা জুড়ে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি, দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করে মতবিনিময় করবেন।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র উৎপাদনকারী কারখানাও পরিদর্শন করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে সামরিক ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ১২ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন।
