মব জাস্টিস যেখানে, গ্রেপ্তার সেখানেই: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত
গত সাত-আট মাসে দেশে ঘটে যাওয়া সব মব জাস্টিসের তথ্য সরকারের হাতে রয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এখন থেকে যে যেখানে মব জাস্টিস ঘটাবে, তাকে সেখানেই গ্রেপ্তার করা হবে।
রবিবার (৯ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, "দেশে বর্তমানে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তাতে যারাই জড়িত থাকুক না কেন, তাদের ধর্ম, মত বা রাজনৈতিক পরিচয় যাই হোক— কেউই ছাড় পাবে না। সরকার এতদিন বিষয়টি সহনশীলতার সঙ্গে পর্যবেক্ষণ করেছে, তবে আজ থেকে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, "মব জাস্টিসসহ সাম্প্রতিক ঘটনাগুলো যাতে সঠিকভাবে মিডিয়ায় উপস্থাপিত হয়, সে বিষয়ে শিগগিরই গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা হবে। সরকার নিশ্চিত করতে চায়, জনগণের কাছে যেন ভুল বা বিভ্রান্তিকর তথ্য না পৌঁছে। এটি গুরুত্বের সঙ্গে মনিটরিং করা হচ্ছে।"
সরকারের এই সিদ্ধান্তকে কেউ স্বাগত জানালেও অনেকেই এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
