এবার ভারত সীমান্ত অভিমুখে লং মার্চের ডাক দিলেন পিনাকী

অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। ছবিঃ সংগৃহীত
অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য চাপাইনবয়াবগঞ্জ সীমান্ত অভিমুখে লং মার্চ করার ঘোষণা করেছেন।
আজ ( ৮ ফেব্রুয়ারি) রাত ৯টার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সট্যাটাস শেয়ার করেছেন।
তিনি জানান: আজ রাতেই সীমান্ত অভিমুখে লং মার্চ ও চাপাইনবয়াবগঞ্জ এ জিয়াফতে রওনা হচ্ছি আমরা ১১.০০ টায়, কেন্দ্রীয় শহীদ মিনার হতে, আগ্রহীরা দ্রুত চলে আসুন। আমরা ৭ টা বাস নিয়ে রওনা দিচ্ছি।
চাপাইনবাবগঞ্জের কিরণ সীমান্ত জিয়াফতের স্থান উল্লেখ করে লিখেন, জিয়াফতের স্থান: চাপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কিরনগঞ্জ সীমান্ত।
