বিসিএসের ‘প্রশ্নফাঁস’ করে কতজন উত্তীর্ণ, তালিকা চেয়ে আইনি নোটিস

ছবি: সংগৃহীত
গত ১২ বছর ধরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁস করে কতজন উত্তীর্ণ হয়েছেন, তাদের তালিকা প্রকাশ চেয়ে একটি আইনি নোটিস পাঠানো হয়েছে।
রবিবার পিএসসি বরাবর নোটিসটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
সরকারি রেজিস্ট্রি ডাকযোগে নোটিসটি পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে নোটিসের জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার পল্লব। জনস্বার্থে নোটিসটি পাঠানো হয়েছে বলে জানান এই আইনজীবী। নোটিসে পিএসসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।
