ভিসা বাতিল করায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ-১ ভিসা বাতিলের ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ভারত ও চীনের পাঁচ শিক্ষার্থী। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টসহ বিভিন্ন অভিবাসন কর্মকর্তাকেও মামলার আসামি করা হয়েছে।
গত শুক্রবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা দায়ের করে মানবাধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)। মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন ‘একতরফাভাবে’ শত শত আন্তর্জাতিক শিক্ষার্থীর এফ-১ শিক্ষার্থী মর্যাদা বাতিল করেছে।
এতে বলা হয়, সরকারের এমন সিদ্ধান্ত শিক্ষার্থীদের কেবল ভিসা বাতিল বা যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাবাসনের হুমকির মুখেই ফেলেনি, বরং তারা গুরুতর আর্থিক ও শিক্ষাগত সমস্যায় পড়েছেন। ভিসা বাতিলের আগে সরকার কোনো রকম পূর্বনোটিশ দেয়নি বলেও অভিযোগ তোলা হয়েছে।
মামলাকারী শিক্ষার্থীরা হলেন চীনা নাগরিক হাংরুই ঝাং ও হাওয়াং আন এবং ভারতীয় নাগরিক লিংকিত বাবু গোরেলা, থানুজ কুমার গুম্মাডাভেলি ও মানিকান্ত পাসুলা। তাদের মধ্যে হাংরুইয়ের ভিসা বাতিল হওয়ায় তার গবেষণা সহকারির পদ হারাতে হয়েছে। হাওয়াং ইতোমধ্যে পড়ালেখার পেছনে প্রায় সোয়া তিন লাখ ডলার খরচ করেও তার ডিগ্রি শেষ করা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
অন্যদিকে গোরেলার আগামী ২০ মে ডিগ্রি শেষ হওয়ার কথা থাকলেও বৈধ ভিসা না থাকায় তিনি তা সম্পন্ন করতে পারছেন না। গুম্মাডাভেলি ও পাসুলার ডিগ্রি শেষ করতেও আরও এক সেমিস্টার প্রয়োজন।
ট্রাম্প প্রশাসনের ভিসা নীতির কড়াকড়ির ফলে চীন ও ভারতের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মার্চের শেষ দিক থেকে এক হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বা আইনি মর্যাদা বাতিল করেছে মার্কিন কর্তৃপক্ষ—এমন তথ্য উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের বিবৃতি ও কর্মকর্তাদের সঙ্গে আদানপ্রদান করা চিঠিপত্র পর্যালোচনায়।
তথ্যসূত্র: এপি
