চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প

ফাইল ছবি
চীনের বিরুদ্ধে আবারও কড়া বাণিজ্যিক অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধমূলকভাবে যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের শুল্ক বাড়ানোর জবাবে এবার ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে ২৪৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, "চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য দেশ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজলেও চীন প্রতিরোধের পথ বেছে নিয়েছে। তাই চীনা পণ্যের ওপর এই বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে।"
এর আগে, চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন বিশ্বের অনেক দেশের ওপর ১০ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করে। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে ৭৫টির বেশি দেশ আলোচনায় আগ্রহ দেখায় এবং যুক্তরাষ্ট্র তাদের ওপর শুল্ক সাময়িকভাবে স্থগিত রাখে।
তবে চীন ছিল একমাত্র দেশ যারা পাল্টা শুল্ক আরোপ করে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন চীনের পণ্যে ২৪৫ শতাংশ শুল্ক আরোপ করে স্পষ্ট বার্তা দিল যে বাণিজ্য যুদ্ধে তারা কোনো ছাড় দিতে প্রস্তুত নয়।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বিশ্ববাজারে নতুন করে বাণিজ্য উত্তেজনা ছড়িয়ে দিতে পারে। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করে তুলবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই "আমেরিকা ফার্স্ট" নীতি অনুসরণ করে আসছেন। দেশীয় শিল্প ও কর্মসংস্থান রক্ষার স্বার্থেই তিনি চীনের বিরুদ্ধে এমন কড়া বাণিজ্যিক অবস্থান নিয়েছেন বলে জানায় হোয়াইট হাউজ।
