যুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে একটি বেসরকারি হেলিকপ্টার হাডসন নদীতে বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে বেল ২০৬ লংরেঞ্জার মডেলের হেলিকপ্টারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক আরোহী ছিলেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি প্রায় ১৫ মিনিট ধরে ম্যানহাটনের আকাশে ওড়াউড়ি করছিল। হেলিকপ্টারটি নিউইয়র্ক সিটি থেকে ছেড়ে এসেছিল বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪।
ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি পানিতে আংশিক ডুবে আছে এবং নদীর দুই তীরে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন জরুরি সেবাকর্মীরা।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, স্প্রিং স্ট্রিটের কাছাকাছি ওয়েস্ট সাইড হাইওয়ের পিয়্যার ৪০ এলাকায় উদ্ধার অভিযান চলছে।
ফেডারেল এভিয়েশন অথরিটি (FAA) জানিয়েছে, এখনো পর্যন্ত হেলিকপ্টারটিতে ঠিক কতজন আরোহী ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
