শুল্ক আরোপের পর বিশ্বনেতারা আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নতুন ‘পাল্টা শুল্ক’ কার্যকর হওয়ার পর বিশ্বনেতারা এখন তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ভাষ্য, শুল্ক আরোপের পর বিশ্বনেতারা তাকে “স্যার, স্যার” বলে সম্বোধন করছেন এবং “আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন।” তাদের উদ্দেশ্য—যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা এবং শুল্ক কমানো।
স্থানীয় সময় মঙ্গলবার (৯ এপ্রিল) রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, “এসব দেশের নেতারা ফোন করে নিজেদের অনুনয়ের ভঙ্গিতে চুক্তির আহ্বান জানাচ্ছেন।”
হোয়াইট হাউসের বরাতে জানা গেছে, ইতোমধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে নতুন শুল্ক কমানোর লক্ষ্যে। দেশটির প্রতিনিধিদল ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন এবং আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন ইতালির প্রধানমন্ত্রীও।
৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া পাল্টা শুল্ক নিয়ে আলোচনা করে তা হ্রাস করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে শর্ত হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে হবে। এ অবস্থায় শুল্ক কতটা কমানো হবে তা নির্ভর করবে আলাপ-আলোচনার অগ্রগতির ওপর।
তথ্যসূত্র: সিএনএন
