ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় ইউক্রেনের হামলা: রাশিয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইউক্রেন রাশিয়ার তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এই ঘটনা ঘটে ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপের কিছুক্ষণের মধ্যেই। আলোচনায় তারা তেল স্থাপনাগুলোতে হামলা বন্ধের বিষয়ে একমত হয়েছিলেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেন তিনটি ড্রোন ব্যবহার করে রাশিয়ার কুবানে অবস্থিত তেল সরবরাহ কেন্দ্রে হামলা চালায়। হামলার ফলে একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হলে একটি তেল ডিপোর চাপ কমে যায় এবং প্রায় এক হাজার ৭০০ বর্গমিটার এলাকা জুড়ে আগুন ধরে যায়। এই তেল স্থাপনাটি ক্যাস্পিয়ান কনসোর্টিয়াম পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহে ব্যবহৃত হয়ে থাকে।
রাশিয়া আরও বলেছে, কুবান তেল স্থাপনায় ইউক্রেনের এই আক্রমণ মার্কিন প্রেসিডেন্টের শান্তি উদ্যোগকে ব্যাহত করার উদ্দেশ্যেই করা হয়েছে। তবে রাশিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছে, পুতিন ও ট্রাম্পের আলোচনার পর তারা ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধ করার জন্য আদেশ পেয়েছে।
রাশিয়ার এই অভিযোগের বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
