গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত
গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৪০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৪৬ জনের মতো।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তারা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রাতভর বিস্তৃত অঞ্চলজুড়ে বিমান হামলা চালিয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকে আছেন, যাদের উদ্ধারে সমস্যায় পড়ছেন উদ্ধারকর্মীরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের সামরিক আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৮৬ জনে। আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জন।
বিশেষ করে ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৫২২ জন ফিলিস্তিনি, এবং আহত হয়েছেন ৩ হাজার ৮০০ জনের বেশি।
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটে পড়েছেন। ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এর আগে আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল এবং হামাসের সঙ্গে বন্দি বিনিময় হয়েছিল। প্রায় দুই মাস গাজায় বড় ধরনের হামলা চালায়নি ইসরায়েল। তবে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ফের গাজায় বিমান হামলা শুরু করে তারা।
