ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল সৌদি আরবে পড়েছে, লক্ষ্য ছিল ইসরায়েল

ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের ভেতরে এসে পড়েছে। লক্ষ্য ছিল ইসরায়েল, তবে মাঝপথেই সেটি সৌদিতে পড়ে যায় বলে জানিয়েছে ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু ও টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানানো হয়েছে।
আনাদোলু জানিয়েছে, বুধবার ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে এসে পড়ে। ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কেএএন জানায়, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হলেও তা সৌদি আরবের মাটিতে পড়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল— যা সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল— তা সৌদি আরবের অভ্যন্তরে গিয়ে পড়ে। ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করলেও তা কোনো হুমকি সৃষ্টি করেনি বলে সতর্কতা সাইরেনও বাজানো হয়নি।
এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরব কিংবা হুথি গোষ্ঠীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখলে রেখে নিজেদের দেশের বৈধ বাহিনী হিসেবে দাবি করে আসছে। ২০২৩ সাল থেকে হুথিরা লোহিত সাগর ও আশপাশের জলপথে বাণিজ্যিক জাহাজ ও ইসরায়েল লক্ষ্য করে একাধিক হামলা চালিয়ে আসছে।
হুথি গোষ্ঠী বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতেই এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।
