গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৮, নিখোঁজ ৩৪

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা শহরের শেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) চালানো এই হামলায় আরও অন্তত ৮৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে আটজন নারী এবং আটজন শিশু রয়েছেন। হামলার পর ঘটনাস্থলে ধ্বংসস্তূপের নিচে এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে। এর পর থেকে এ পর্যন্ত প্রায় ১,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বেসামরিক নাগরিকদের ওপর চলমান এই হামলা আন্তর্জাতিকভাবে নিন্দার মুখে পড়লেও ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছে এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
