তুরস্কের ইস্তানবুলে একের পর এক ভূমিকম্প

ছবি: সংগৃহীত
তুরস্কের রাজধানী ইস্তানবুলে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি কম্পন ছয় দশমিক দুই মাত্রার। বুধবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মানির ভূমিকম্প গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।
দেশটির দুর্যোগ ও জরুরি কর্তৃপক্ষ (এএফএডি) বলেছে, বুধবার স্থানীয় সময় ১২টা ৪৯ মিনিটের দিকে ইস্তাম্বুল থেকে ৮০ কিলোমিটার পশ্চিমের সিলভরি অঞ্চলের মারমারা উপসাগরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বসফরাস প্রণালীর ইউরোপীয় ও এশীয় তীরে অবস্থিত শহরটির লোকজন আতঙ্কে তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করা এবং গাড়ি না চালানোর পরামর্শ দেয়া হয়েছে। ভূমিকম্পের প্রভাব নিরূপণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া।
প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ১২টা ১৩ মিনিটে অনুভূত হয় সিলিভরি জেলায়। এটি ছিল তিন দশমিক ৯ মাত্রার ভূমিকম্প।
এরপর একই এলাকায় দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় ১২টা ৪৯মিনিটে। এটি ছিল ৬ দশমিক ২ মাত্রার।
আর তৃতীয়টি ছিল চার দশমিক চার মাত্রার। এটি ১২টা ৫১মিনিটে অনুভূত হয়েছে ইস্তানবুলের বুয়ুকসেকমেসে এলাকায়।
কর্তৃপক্ষ জানিয়েছে ইস্তানবুলের পশ্চিমাঞ্চলে বুয়ুকসেকমেসে এলাকায় পরে আরও তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
