খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন

অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন। ছবি: সংগৃহীত
বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ চলাকালে রাজধানীর খিলগাঁওয়ে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় এই বাসে অগ্নিসংযোগ করার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার।
শাহজাহান শিকদার বলেন, অগ্নিসন্ত্রাসীরা অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
উল্লেখ্য, বিএনপির দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টায়, যা চলবে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।
