বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দীতে পুলিশের তল্লাশি

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি কোণায় কোণায় ডগ স্কোয়াড দিয়ে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই চলছে এ অভিযান।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ তল্লাশি অভিযান শুরু হয় যা চলমান রয়েছে। এ দিকে হুমকির পর থেকে মেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে শুক্রবার সকালে মেলায় শিশুপ্রহর শুরু হওয়ার কথা থাকলেও সেখানে অংশগ্রহণকারী অভিভাবক ও শিশুদের সংখ্যা একেবারেই কমে গেছে।
জানতে চাইলে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেন, বাংলা একাডেমির মহাপরিচালককে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম একটি হুমকির চিঠি দিয়েছে। চিঠিটি পর্যালোচনা করা হচ্ছে। আসলেই জঙ্গি সংগঠন পাঠিয়েছে কি না এ সব বিষয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, জঙ্গিরা হুমকি দেওয়ায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
কেএম/আরএ/
