রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

গেমিং স্মার্টফোন জগতের নতুন দানব আরওজি ফোন সেভেন

পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী নতুন সিরিজের দুই মডেলের গেমিং স্মার্টফোন লঞ্চ করলো আসুস। গেল ১৩ এপ্রিল তাইওয়ানের রাজধানী তাইপেই, জার্মানির রাজধানী বার্লিন এবং যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কে 'ফর দোজ হু ডেয়ার' স্লোগান নিয়ে একযোগে উন্মোচিত হল আসুস আরওজি (ROG) ফোন সেভেন সেভেন আল্টিমেট। এর মাধ্যমে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সর্বাধুনিক চার ন্যানোমিটার প্ল্যাটফরমের নতুন প্রসেসর এইট জেন টু চিপসেটের দ্বিতীয় দুই গেমিংফোন বাজারে আসলো। ২০১৮ সালের অক্টোবরে আত্মপ্রকাশ করার পর থেকে এখন পর্যন্ত ৫ বছরে ৬ সিরিজে মোট ১৭ টি গেমিং স্মার্টফোন বাজারে ছাড়লো আসুস।

এর আগে অবশ্য গেল বছরের ৫ জুলাই একই স্লোগানে আরওজি ফোন সিক্স বাজারে ছেড়েছিল আসুস।

আসুস বরাবরই নতুন প্রসেসরের গেমিং ফোন বাজারে ছাড়ে সবার আগে তবে এবার এক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে। আসুসের আগেই জেডটিই তাদের নুবিয়া রেড ম্যাজিক এইট সিরিজে নতুন এই প্রসেসরটি ব্যবহার করে ফেলেছে। তবে বরারবরের মতো আসুস তাদের অবস্থান ধরে রাখবে এবং আসন্ন স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন টু প্রসেসর ঘোষণা হবার সঙ্গে সঙ্গেই প্রথম গেমিং স্মার্টফোনটি আসসই বাজারে ছাড়বে বলে আশা ভক্তদের।

একটি গেমিং স্মার্টফোনের ব্যবহারকারীর যা যা চাহিদা থাকে তার সর্বোচ্চ পূরণ করার চেষ্টা করে আসুস। আসুসের দাবি তারা গেমিং ফোনের ক্ষেত্রে এর বাহ্যিক ডিজাইনের বদলে এর কার্যক্ষমতার উপর বেশি প্রাধান্য দেয় এবং ব্যবহারকারী যেন এর থেকে সর্বোচ্চ উপযোগিতা পান সেটা বাস্তবায়ন করতেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আসুসের টেকনিক্যাল টিম।

সেভেন সিরিজের নতুন এই দুই স্মার্টফোন নিয়ে আসুস দাবি করেছে আরওজি ফোন সেভেন অন্যান্য ফোনকে লজ্জায় ফেলে দিয়েছে।

আরওজি ফোন সেভেন ও সেভেন আল্টিমেট এর মাঝে বিশেষ কোনো পার্থক্য নেই। বরাবরের মতোই পার্থক্য র‍্যাম, স্টোরেজ আর ব্যাকশেলের ডিজাইনে। আরওজি ফোন সেভেন এর পিছনে থাকছে একটি ইল্যুমিনেটেড আরজিবি লোগো, যার পরীবর্তে আরওজি ফোন সেভেন আল্টিমেট এ থাকছে একটি প্রোগ্রামেবল মিনি ওলেড ডিসপ্লে ও একটি এয়ারভেন্ট। এর বাইরে দুটো স্মার্টফোনের ক্যামেরা মডিউল থেকে শুরু করে ব্যাটারি সব একই থাকছে।

স্মার্টফোন দুটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সর্বশেষ সংস্করণ 'এইট জেন টু' চিপসেট। আট কোরের এই প্রসেসরটির কার্যক্ষমতা ৩.২ গিগাহার্জ। গ্রাফিক্স কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো ৭৪০। ফোনটি চলবে অ্যান্ড্রোয়েড থারটিন অপারেটিং সিস্টেমে।

আরওজি ফোন সেভেন ফোনটিতে র‍্যাম থাকছে ১২ থেকে ১৬ গিগাবাইট পর্যন্ত। আর স্টোরেজ সুবিধা থাকছে ২৫৬ থেকে ৫১২ গিগাবাইট পর্যন্ত। এই ফোনটি পাওয়া যাবে ১২/২৫৬ ও ১৬/৫১২ দুইটি ভ্যারিয়েন্টে। অপরদিকে আরওজি ফোন সেভেন আল্টিমেট ফোনটিতে র‍্যাম থাকছে ১৬ গিগাবাইট। আর স্টোরেজ সুবিধা থাকছে ৫১২ গিগাবাইট।

দুটো ফোনে একই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে হিসাবে দেওয়া হয়েছে ১ বিলিয়ন কালার সাপোর্টেড ৬.৭৮ ইঞ্চির স্যামসাং অ্যামোলেড মনিটর যা ১৬৫ হার্জ রিফ্রেশ রেটে অপারেট করা যাবে। এছাড়াও থাকছে এইচডিআর টেন প্লাস ও ১৫০০ নিট পিক ব্রাইটনেস। ডিসপ্লের রেজুলেশন ১০৮০বাই২৪৪৮ (ফুল এইচডি)। ডিসপ্লের সুরক্ষায় স্ক্রিন হিসাবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাসের সর্বশেষ ও সর্বাধুনিক সংস্করণ গরিলা গ্লাস ভিক্টাস। এই একই মডিউলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল আরওজি ফোন সিক্স এ।

দুটো ফোনেই পিছনের ক্যামেরা প্যানেলে ৩টি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ১.৯ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ২৪ মিলিমিটার ওয়াইড। প্রাইমারি ক্যামেরার সেন্সর সনির আইএমএক্স ৭৬৬ (IMX 766) ১/১.৫৬ ইঞ্চি ইমেজ সেন্সর। স্মার্টফোন, ড্রোন, অ্যাকশন ক্যামেরা প্রভৃতি ডিভাইসে ব্যবহৃত সেরা ইমেজ সেন্সরের র‍্যাঙ্কিং তালিকায় এই সেন্সরটির অবস্থান সপ্তম। এই ক্যামেরা এইট কে ফরম্যাটের ভিডিও ধারণে সক্ষম। সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ২.২ অ্যাপারচারের ১৩ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ১২০ ডিগ্রি আল্ট্রাওয়াইড। তৃতীয় ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে একটি ৫ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ম্যাক্রো। এই ক্যামেরা প্যানেলটিও আরওজি সিক্স সিরিজ থেকে নেওয়া। আর সেলফি ক্যামেরা হিসাবে দেওয়া হয়েছে ২.৫ অ্যাপারচারের একটি ৩২ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ২৯ মিলিমিটার ওয়াইড। সেলফি ক্যামেরার সেন্সরট সনির আইএমএক্স ৬৬৩ (IMX 663)।

দুটো ফোনেই সাউন্ড সিস্টেম হিসাবে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার ও ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। সাউন্ড কার্ডে ব্যবহার করা হয়েছে ডিরাক এর অডিও টেকনলজি আর ব্লুটুথ অডিও আউটপুটে থাকছে কোয়ালকমের এপিটিএক্স অ্যাডাপ্টিভ কোডেক। তবে বরাবরের মতই থাকছে না আলাদা মেমোরি কার্ড স্লট। দুটো ফোনই অ্যালুমিনিয়াম ফ্রেমের এবং ওজন ২৩৯ গ্রাম এবং। পিছনের ব্যাকশেল হিসাবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস থ্রি।

স্মার্টফোন দুটো সচল রাখতে ব্যবহার করা হয়েছে ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের দুটো মোট ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলি ব্যাটারি। যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। দ্রুত চার্জের জন্য থাকছে কোয়ালকমের কুইক চার্জ ফাইভ টেকনলজি। ফোনের নিরাপত্তায় থাকছে সুপার ফাস্ট আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর পাশাপাশি গেমিং এর জন্য সুপার সেন্সিটিভ আল্ট্রাসনিক সেন্সর তো থাকছেই। আগের মতই এবারও ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট দুটোই থাকছে।

আরওজি সিক্স সিরিজে যে প্রসেসর কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছিল সেভেন সিরিজেও একই কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। নতুন এই কুলিং সিস্টেমটির ফলে আরওজি সিক্স এ গেমিংয়ের সময় হিটিং ইস্যু প্রায় ১০ শতাংশ কমে গিয়েছিল। সেক্ষেত্রে বলা যায় আরওজি সেভেন এ গেমিংয়ের সময় হিটিং ইস্যু অনেকটাই কম হবে।

আরওজি ফোন সেভেন এর বিষয়ে ব্যবহারকারীদের বিশেষ সুখবর দিয়েছে আসুস। এর সঙ্গে যে অ্যারিও অ্যাক্টিভ কুলার দেওয়া হবে তাতে কেবল যে কুলিং ফ্যান থাকছে তা-ই নয়, বরং সেটি ছোটখাটো একটি সাব হুফারও বটে। এতে থাকছে একটি ১৩/৩৮ মিলিমিটার স্পিকার।

আরওজি ফোন সেভেন পাওয়া যাবে সাদা ও কালো দুটো রঙে এবং সেভেন আল্টিমেট পাওয়া যাবে কেবল সাদা রঙে।

আসুস জানিয়েছে আগামী মে মাস থেকে স্মার্টফোন দুটো আন্তর্জাতিক বাজারে কিনতে পাওয়া যাবে। আরওজি ফোন সেভেন এর দাম নির্ধারণ করা হয়েছে ১০০০ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৭ হাজার টাকা। আর সেভেন আল্টিমেট এর দাম নির্ধারণ করা হয়েছে ১৪০০ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা। ফোনগুলো আন্তর্জাতিক বাজারে চলে আসলেও অফিশিয়াল ডিস্ট্রিবিউটর না থাকায় বাংলাদেশে কখনোই অফিশিয়ালি এই স্মার্টফোন আসবে না।

/এএস

Header Ad
Header Ad

দুর্নীতির অভিযোগ তুলে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহান বেগম। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একইসঙ্গে তাদের দুই সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি, পদায়ন ও টেন্ডার সংক্রান্ত তদবির বাণিজ্যে লিপ্ত ছিলেন এই দুই উপদেষ্টার সহকারীরা। অভিযোগ রয়েছে, মোয়াজ্জেম হোসেন প্রায় ৪ শত কোটি টাকা আয় করেছেন। একই ধরনের অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তদের পেছনে উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্রয়-প্রশ্রয় ছিল বলেই তারা এতদূর যেতে পেরেছে। ফলে প্রশ্ন উঠেছে—তাদের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কি দায় এড়াতে পারেন?

সংগঠনটি বলেছে, নৈতিক দায়বদ্ধতা ও জনমনে স্বচ্ছতা ফিরিয়ে আনতেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ করা উচিত। পাশাপাশি দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক ইতোমধ্যে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

Header Ad
Header Ad

নওগাঁয় গ্রাহকের আমানতের টাকা ফেরত না দেওয়ায় জাতীয় পার্টি’র নেতাকে গণধোলাই

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁর মান্দায় সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র সভাপতি ও জাতীয় পার্টি’র নেতা আব্দুল মান্নানকে গণধোলাই এর শিকার হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) সকালে তাকে গণধোলাই দিয়ে সতীহাট কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় আটকে রাখেন বিক্ষুব্ধ গ্রাহকরা। মান্নান উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা এবং মান্দা উপজেলা জাতীয়পার্টির সাবেক সাধারণ সম্পাদক।

গ্রাহকদের অভিযোগ, বেশি মুনাফার লোভ দেখিয়ে এফডিআরের নামে আমানত সংগ্রহ করেন আব্দুল মান্নান ও ওই সমবায় সমিতির সম্পাদক শাহিন আক্তার মিঠু। শুরুর দিকে মুনাফার টাকা দিলেও বেশ কিছুদিন টালবাহানা করেন তারা। এ অবস্থায় আমানতের টাকা ফেরতের জন্য চাপ দিলে সমিতির সাইনবোর্ড গুটিয়ে নিয়ে সটকে পড়ার পাঁয়তারা করেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক লাখপতি অফারে আমানতের নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে দুই কোটি ৩৭ লাখ টাকা সংগ্রহ করেন। প্রত্যেক মাসে এক লাখ টাকায় দুই হাজার টাকা করে মুনাফা দেওয়ার চুক্তি ছিল। প্রথমদিকে সঠিকভাবে মুনাফার টাকা পরিশোধ করা হলেও গত ছয় মাস ধরে টালবাহানা শুরু করেন তারা।

গ্রাহক ফারমিন আক্তার বলেন, ‘বেশি মুনাফার লোভ দেখিয়ে ওই সংস্থার সভাপতি আব্দুল মান্নান আমার কাছ থেকে ছয় লাখ টাকা নেয়। গত দেড় বছর ধরে মুনাফা দিচ্ছেন না। আমানতের টাকা ফেরত দিতেও টালবাহানা করছে তিনি।’

আরেক গ্রাহক মোহাম্মদ আলী বলেন, ‘এক লাখ টাকায় মাসিক দুই হাজার টাকা মুনাফা দেওয়ার অঙ্গীকারে আমার কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়।
সঠিকভাবে কয়েক মাস মুনাফা পেয়েছি। বর্তমানে সংস্থার লোকজন কার্যক্রম গুটিয়ে আত্মগোপনে আছেন। রবিবার সকালে আব্দুল মান্নানকে পেয়ে গ্রাহকরা আটকিয়ে গণধোলাই দেয়।’

সংস্থার সভাপতি আব্দুল মান্নান বলেন, গ্রাহকের কাছ থেকে নেওয়া টাকা মাঠেই পড়ে আছে। যারা সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছেন বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা টাকা ফেরত দিচ্ছে না। মাঠ থেকে টাকা উঠানোর চেষ্টা করা হচ্ছে। টাকাগুলো উঠে এলেই গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়া হবে।

স্থানীয় গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল ঢাকাপ্রকাশকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে গ্রাহকরা আমানতের টাকা ফেরতের জন্য আমার কাছে অভিযোগ দিয়ে আসছিল। পর্যায়ক্রমে টাকা ফেরতের অঙ্গীকারও করেছিলেন সংস্থার সভাপতি ও জাতীয় পার্টির নেতা। এ অবস্থায় আজ তাকে ধরে গণধোলাই দেয় গ্রাহকরা।’

মান্দা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, ‘বেশ কিছুদিন ধরে সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় গ্রাহকের টাকা আটকে রাখা সঠিক হয়নি। আমানতের টাকা ফেরত পাওয়া গ্রাহকের ন্যায্য অধিকার।’

এ প্রসঙ্গে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরই ধারাবাহিকতায়, ভারতের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে বাংলাদেশকেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

রবিবার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত কঠোর পদক্ষেপ নিয়েছে। এ সময়ে, নিশিকান্ত দুবে বাংলাদেশের পানি সরবরাহও বন্ধ করার দাবি তুলেছেন এবং ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তিকে ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তি ছিল কংগ্রেস সরকারের একটি ভুল সিদ্ধান্ত, যা এখন সংশোধন করার সময় এসেছে।

দুবে আরও দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে লস্কর-ই-তৈয়বার সম্পর্ক রয়েছে এবং তাদের সাথে সম্পর্ক রোধ করতে ভারত-বাংলাদেশ সীমান্ত আরও সুরক্ষিত করার প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে দেওয়া বক্তব্যের কথা, যেখানে তারা বাংলাদেশকে পানি সরবরাহ বন্ধ করার পক্ষে কথা বলেছেন।

পেহেলগাম হামলার পর ভারত বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত করা এবং বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা অন্তর্ভুক্ত। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করেছে এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দুর্নীতির অভিযোগ তুলে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
নওগাঁয় গ্রাহকের আমানতের টাকা ফেরত না দেওয়ায় জাতীয় পার্টি’র নেতাকে গণধোলাই
পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির
এসআই নিয়োগের ফলাফল প্রকাশ, ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ
হাকিমপুরে গরীবের চাল ছাত্রলীগ নেতার গুদামে
চুরির অভিযোগে কুবির দুই শিক্ষার্থী বহিষ্কার
ভারত-পাকিস্তান ইস্যুতে আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা
সাব-ইন্সপেক্টর পদে প্রাথমিক সুপারিশ পেল ৫৯৯ জন
দুই উপদেষ্টার এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু
নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার
ভারতের দিকে তাক করা পাকিস্তানের ১৩০ পারমাণবিক বোমা
চার ম্যাচের নিষেধাজ্ঞায় তাওহিদ হৃদয়, বাড়ছে নাটকের রঙ
উত্তেজনার মধ্যেই যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত
ছেলে খুঁজে পাচ্ছি না, একজন জীবনসঙ্গী দরকার: মিলা
টাঙ্গাইলে শ্রমিকদলের নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধে ভারতের ১.১৪ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা
দেশের পথে প্রধান উপদেষ্টা
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
উত্তাল ইউআইইউ ক্যাম্পাস, ভিসি-ডিনসহ ১১ কর্মকর্তার পদত্যাগ