অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন। ছবি: ঢাকাপ্রকাশ
দিনাজপুরের বিরামপুরে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিরামপুর উপজেলা সদরের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত পান্তা-ইলিশের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কিছু কর্মচারীর সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মীর সামান্য ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সংবাদমাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন দলের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু বলেন, "ছোট একটি ঘটনা নিয়ে কিছু সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করেছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।"
তিনি আরও বলেন, "সংবাদপত্র হলো সমাজের দর্পণ। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা থাকা অত্যন্ত জরুরি। আমরা সকল সাংবাদিককে সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানাচ্ছি।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক টুটুল বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
