গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দোষীদের শাস্তির দাবি

দোষীদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেনকে অপহরণ ও হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। বিচারের দাবিতে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা চারমাথা এলাকায় মহাসড়ক ও দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে উভয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।
বিক্ষোভে অংশ নিয়ে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বিএনপি নেতা ও দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফিজুর রহমান দুলুসহ আরও অনেকে। তারা অবিলম্বে হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দোষীদের গ্রেফতার ও শাস্তির আশ্বাস দিলে, প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে মূল আসামি ইউনুছ আলীসহ চারজনকে আটক করেছে বলে জানিয়েছে প্রশাসন।
নিহত সাব্বির হোসেন উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে, সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের পরিত্যক্ত একটি কূপ থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়।
