গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত। ছবি: ঢাকাপ্রকাশ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে মঞ্জুর আলী (৫৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত পৌনে ৯ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে সদরের পলাশবাড়ী ফিলিংস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুর পাশের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার হলদিবাড়ী এলাকার তোতা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে যাত্রীবাহী একটি অটোরিকশায় পলাশবাড়ীতে যাচ্ছিলেন মঞ্জুর আলী। অটোরিকশাটি পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাক ও যাত্রীবাহী একটি বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় অটোরিকশা থেকে মহাসড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন মঞ্জুর। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। নিহতের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
