ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারণ

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা। ছবি: সংগৃহীত
রাজশাহীর বাঘা উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এরপর থেকেই জনমনে প্রশ্নের দানা বাধে ঠিক কি কারণে এমন আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি।
জানা গেছে, নিহত সেই বৃদ্ধের নাম রুহুল আমিন (৬০)। তিনি উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আড়ানি রেলস্টেশনে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, বৃদ্ধ রুহুল আমিন ঋণ করে সেই টাকা শোধ করতে না পেরে এই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, গত সোমবার সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিলেন রুহুল আমিন। ওইদিন বিকেলে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন আসার ঘোষণা দেন স্টেশন মাস্টার। ট্রেন আসছে শুনে বৃদ্ধ পূর্বপ্রান্তে অবস্থান নেন। পরে ট্রেনের ইঞ্জিন প্লাটফর্মে পৌঁছার সঙ্গে সঙ্গে নিচে ঝাঁপ দেন। এতে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
ওসি জিয়াউর রহমান আরও জানান, পারিবারিকভাবে জানতে পেরেছি তিনি স্থানীয় একটি এনজিও থেকে ৩ লাখ টাকা ঋণ করে এবার পেঁয়াজ চাষ করেন। খারাপ বীজের কারণে সেই পেঁয়াজের ফলন হয়নি। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিষণ্ন ছিলেন। গত এক মাস তিনি কারও সঙ্গে কথাও বলতেন না। এছাড়াও তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে- ঋণের চাপেই তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে রেল পুলিশ। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পর তাকে মঙ্গলবার দাফন করা হয়।
