চাকরির প্রথম দিনেই দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত
রূপপুর পারমাণবিক প্রকল্পে চাকরির প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজিব হোসেন (৩৪) নামের এক যুবক। তিনি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামের বাসিন্দা, আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার (১৩ এপ্রিল) রাজিব হোসেন রূপপুর পারমাণবিক প্রকল্পে নতুন চাকরিতে যোগদানের উদ্দেশ্যে তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে রওনা হন। পথে রূপপুর মোড়ে পৌঁছালে বালুচাপা সড়কে মোটরসাইকেল পিছলে পড়ে যায়। এতে রাজিব গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায়। তার সঙ্গে থাকা অন্য দুইজনও আঘাত পান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজিবকে পাবনা কেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রাজিবের মৃত্যু হয়। পরদিন ১৪ এপ্রিল স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
রাজিবের পিতা আইয়ুব আলী বলেন, “আমার ছেলে নতুন চাকরিতে যোগ দিতে যাচ্ছিল। পথে দুর্ঘটনার কবলে পড়ে সে হাত ভেঙে ফেলে। হাসপাতালে নেওয়ার পর রাতেই মারা যায়। তার সঙ্গে থাকা অন্য দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।”
এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
