ভারতে ৫ বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী

ভারতে ৫ বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী। ছবি: ঢাকাপ্রকাশ
অবৈধ সীমান্ত পথে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়া ৬ বাংলাদেশি নারী দীর্ঘ ৫ বছর সাজা ভোগ শেষে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় দেশে ফিরেছেন। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে এই নারীদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ফেরত আসা ৬ নারীর মধ্যে রয়েছেন- যশোরের বাঘারপাড়া থানার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মোছা. আনজু খাতুন (৩০), একই জেলার ঝিকরগাছা থানার নির্বাসখোলা গ্রামের বাসিন্দা মোছা. রাশেদা বেগম (৪৮), মাগুরার শালিখা থানার কুসখালী গ্রামের বাসিন্দা ইয়াসমিন খাতুন (২৬), সাতক্ষীরার আশাশুনি থানার শালিখা গ্রামের বাসিন্দা মোছা. রোজিনা পারভিন (২৭), যশোরের কেশবপুর থানার চাদরা গ্রামের বাসিন্দা মোছা. তাসলিমা খাতুন (৩৫), যশোরের কোতোয়ালি থানার বোরোহাইবতপুর গ্রামের বাসিন্দা শারমিন আক্তার (৩০)।
রোজিনা পারভিন জানান, তিনি ২০১৯ সালের ২১ অক্টোবর রাতে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারত প্রবেশ করেন এবং গুজরাটে বসবাস শুরু করেন। সেখানে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতীয় পুলিশ তাকে আটক করে এবং গুজরাট সেন্ট্রাল জেলে ৫ বছর সাজা ভোগ করেন।
ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন জানান, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নারীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে তাদেরকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এর কাছে হস্তান্তর করা হবে।
