চুয়াডাঙ্গায় ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ, ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

ছবি : ঢাকাপ্রকাশ
চুয়াডাঙ্গায় ইট প্রস্তুতকারী মালিক ও শ্রমিকরা মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার বেলা ১১টায় জেলা শহরের টাউন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা কালেক্টরেট চত্বরে গিয়ে সমবেত হন।
সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি খাজা নাসির উদ্দীন শান্তি, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকুল এবং ইট প্রস্তুতকারী শ্রমিকদের পক্ষ থেকে রাইহান উদ্দিন, জাকির হোসেন ও অনি আক্তার প্রমুখ।
সমাবেশ শেষে ইটভাটা মালিক ও শ্রমিকবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবি ছিল ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আর ভাংচুর বন্ধ করা সহ বিভিন্ন সমস্যা সমাধান।
বক্তারা তাদের দাবি বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
