টাঙ্গাইলে একদিন আগে ৪০ পরিবারের ঈদ উদযাপন

ছবিঃ ঢাকাপ্রকাশ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন ৪০টি পরিবার।
রবিবার (৩০ মার্চ) সকাল ৮ টায় উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের স্থানীয় মসজিদের মাঠে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ পড়ান হাফেজ এরশাদ হোসেন। তিনি জানান- ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।
শশীনাড়া গ্রামের কিছু মুসুল্লি।
এরই ধারাবাহিকতায় রবিবার সকালে মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করে ৪০টি পরিবারসহ আশাপাশের মুসল্লিরা। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।
