সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত
মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব (৩৫) নামের এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়া ছড়ি বিওপি'র সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।
আহত মো. তৈয়ব নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকার বাসিন্দা ছাবের আহসদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে গরু ও অন্যান্য পণ্য পাচারের উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে মিয়ানমারে যান তৈয়ব। ফেরার পথে আরাকান আর্মির পুতে রাখা একটি স্থলমাইনে পা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, “ঘটনাটি শুনেছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।”
