ঝোপ থেকে ৯৮ কেজি গাঁজা উদ্ধার, ৪ মাদক ব্যবসায়ী পলাতক

ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৯৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সকালে কুটি ইউনিয়নের রানিয়ারা পূর্বপাড়া বাদরখাল ব্রীজের পাশে একটি ঝোপ থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঝোপের মধ্যে থেকে ৯৮ কেজি গাঁজা উদ্ধার করে।
এ সময় পুলিশকে লক্ষ্য করে চারজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের নাম হল মোঃ জসিম উদ্দিন, রমজান (মেছতা রমজান), মোঃ রমজান এবং সজল। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য অনুসন্ধান চালানো হচ্ছে।
