মিয়ানমার থেকে ফিরলেন ৫৬ বাংলাদেশি জেলে

ছবি: সংগৃহীত
মিয়ানমারের নৌবাহিনীর হাতে আটক হওয়ার দশ ঘণ্টা পর ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ তাদের আটক করেছিল মিয়ানমারের নৌবাহিনী।
বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বুধবার সকালে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেরা মাছ ধরছিলেন। এ সময় ৬টি ট্রলার অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এরপর মিয়ানমারের নৌবাহিনী তাদের আটক করে।
আটকের পর মিয়ানমার নৌবাহিনী ট্রলারগুলো থেকে মাছ, জাল ও খাবার ছিনিয়ে নেয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে ৫৬ জেলেকে ছেড়ে দেওয়া হয়। তবে ট্রলার ও জাল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
বাংলাদেশি জেলেদের আটকের এই ঘটনা টেকনাফ উপকূলীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ঘটনা এড়াতে সীমান্তবর্তী জলসীমায় সতর্কতার সঙ্গে মাছ ধরতে হবে।
